Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরতি ভেঙে জাতীয় লীগে বোলারদের দাপট

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : লম্বা বিরতিতে ছন্দপতন ঘটেছে ব্যাটিং। ৬৯ দিন বিরতির পর জাতীয় লীগের ৪র্থ রাউন্ডের প্রথম দিনে সিলেট বিভাগীয় স্টেডিয়াম ছাড়া অন্য তিন ভেন্যুতে হয়নি প্রত্যাশিত স্কোর। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা মেট্রো-ঢাকা বিভাগের মধ্যে অনুষ্ঠানরত ম্যাচের প্রথম দিনে পড়েছে ১২টি উইকেট,বিকেএসপিতে বরিশাল-খুলনার ম্যাচে সেখানে প্রথম দিনে ২ দল হারিয়েছে ১১ উইকেট,বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী-সিলেটের মধ্যে দ্বিতীয় স্তরের ম্যাচে প্রথম দিনে উইকেট হারানোর সমস্টি ১২টি। ব্যতিক্রম দৃষ্টান্ত শুধু সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিন পার করেছে রংপুর বিভাগ। ১ম দিন শেষে রংপুরের স্কোর ৩১৫/৭।
বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে নিউজিল্যান্ড সফরে থাকা ১৩ ক্রিকেটার,অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলতে যাওয়া যুব দলের ১৫ ক্রিকেটার এবং শহীদ ও শফিউলের ইনজুরি শ্রীহীন করে দিয়েছে জাতীয় লীগের চতুর্থ রাউন্ডকে। এই রাউন্ডে এসে পাঁচ ক্রিকেটারের হয়েছে অভিষেক। প্রথম শ্রেণির ক্রিকেটে ঢাকা বিভাগের হয়ে অভিষেক হওয়া মিনহাজ খান এ বছর প্রথম বিভাগ ক্রিকেট লীগে ওল্ড ডিওএইচএস’র হয়ে খেললেও ময়মনসিংহের ১৬ বছরের ক্রিকেটার রাকিবুলের প্রতিদ্ব›দ্বী ক্লাব ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই ! অথচ এমন এক ক্রিকেটারেরই কি না হয়ে গেছে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ! প্রথম বিভাগ ক্রিকেট লীগে এ বছর র‌্যাপিড ফাউন্ডেশনের হয়ে খেলা আশিকুর রহমানের প্রথম শ্রেণির ক্রিকেট অভিষেকে ভাগ্যটা ভালই। ক্রিকেটারদের ছড়াছাড়ি যে খুলনা বিভাগে, প্রথম বিভাগে খেলার অভিজ্ঞতা দিয়ে সেই বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করে অভিষেক দিনেই পেয়েছেন ৩ উইকেট (৩/৩৩)।
রংপুর বিভাগের হয়ে এ বছরের মার্চে অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেটে খেলেছেন মাত্র ১ ম্যাচ। কক্সবাজারে রাজশাহী বিভাগ অনূর্ধ্ব-১৪’র বিপক্ষে সেই ম্যাচে রানের দেখা পায়নি যে ছেলেটি, সেই আরিফুল হক ১৪ বছর ১৩৫ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়েই উদযাপন করেছেন ফিফটি ( ১০৮ মিনিটে ৩ চার ২ ছক্কায় ৫২ রান)।
ফতুল্লায় ঢাকা বিভাগের পেসার শরীফ (৪/৩৫) এবং বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর (৩/৩৫) বোলিংয়ে মাত্র ১৬৬ রানে ইনিংস গুটিয়ে ফেলেছে ঢাকা মেট্রো। বাংলাদেশের প্রথম পেস বোলার হিসেবে প্রথম শেণির ক্রিকেটে ৪’শ উইকেটের মাইলস্টোনে অপেক্ষা শরীফের ৩২ উইকেট। ঢাকা মেট্রোর কারো নেই ফিফটি। সর্বোচ্চ ৪৭ করেছেন ওপেনার সাদমান অনীক। জবাব দিতে এসে প্রথম দিনের শেষ ২২ মিনিটে স্কোরশিটে ১৯ উঠতে হারিয়েছে ঢাকা বিভাগ ২ উইকেট। বিকেএসপিতে খুলনার পেসার জিয়াউর (৩/২৯) এবং অভিষিক্ত আশিকুরের (৩/৩৩) বোলিংয়ে প্রথম স্তরে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বরিশাল বিভাগ ১৭১ রানে হয়েছে অল আউট। ২৭৭ মিনিটের এই ইনিংসে টপ অর্ডার ফজলে রাব্বী একাই খেলেছেন ২১০ মিনিট। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ৫ রানের জন্য ৫ম সেঞ্চুরি হাতছাড়া করেছেন এই টপ অর্ডার ( ১৫০ বলে ১৪ চার ১ ছক্কায় ৯৫ রান)।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে জাতীয় দল থেকে বাদ পড়া লিটন দাস (৭৩) এবং ৭ম জুটিতে আরিফুল-সোহরাওয়ার্দি শুভ’র ১১২ রানের পার্টনারশিপে বড় স্কোরের পথে রংপুর বিভাগ। প্রথম দিন শেষে তাদের স্কোর ৩১৫/৭। ১৪ বছ্র ১৩৫ দিন বয়সে প্রথম শেণির ক্রিকেটে অভিষিক্ত আরিফুল করেছেন ফিফটি (৫২)। ৬২ রানে ব্যাটিংয়ে আছেন সোহরাওয়ার্দি শুভ।
বিপিএলে ঢাকা ডায়নামাইটসের ট্রফি জয়ে অবদান রাখা পেস বোলার আবু জায়েদ রাহি জাতীয় লীগে ফিরেও ছড়িয়েছেন বিধ্বংসী রূপ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম শেণির ক্যারিয়ারে দ্বিতীয় সেরা বোলিংয়ে (৬/৪৮) রাজশাহীকে ২০৪ রানে ইনিংস গুটিয়ে দিয়েছেন এই পেসার। জবাব দিতে এসে ৪৩ রানে হারিয়েছে সিলেট ২ উইকেট।


স ং ক্ষি প্ত স্কো র
ঢাকা মেট্রো-ঢাকা বিভাগ
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৬৬/১০(৭৭.১ওভারে), সাদমান অনীক ৪৭, আশরাফুল ৩৯,মেহরাব জুনি.২২, মো: শরীফ ৪/৩৫,নাজমুল ইসলাম ৩/৪৬,শাহাদত রাজিব ১/৩৭, দেওয়ান সাব্বির ১/১৯,মিনহাজ খান ১/১৩। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১৯/২(৬.২ ওভারে), মজিদ ৮,মিনহাজ ৮(ব্যাটিং),রকিবুল ২(ব্যাটিং),,শহিদুল ১/৯, সৈকত আলী ১/৫।
বরিশাল-খুলনা
বরিশাল ১ম ইনিংস : ১৭১/১০( ৬০.৪ওভারে),ফজলে রাব্বী ৯৫, শাহিন ১৮, শাহরিয়ার ১০,সালমান ১০, আল আমিন ২/৪০,জিয়াউর ৩/২৯,আশিকুর ৩/৩৩, বিশ্বনাথ হালদার ২/২৮। খুলনা ১ম ইনিংস : ১০১/১( ২০.০ ওভারে), মেহেদী হাসান ৫৫ (ব্যাটিং), হাসানুজ্জামান ২৩ ,এনামুল বিজয় ১৫ (ব্যাটিং), সালমান ১/২৪।

রংপুর-চট্টগ্রাম
রংপুর ১ম ইনিংস : ৩১৫/৭(৭৬.০ ওভারে), সায়মন ২২,লিটন দাস ৭৩,নাইম ইসলাম ২২,নাসির ২২,ধীমান ৩০, আরিফুল ৫২, সোহরাওয়ার্দি শুভ ৬২(ব্যাটিং), আলাউদ্দিন বাবু ৬(ব্যাটিং), সাইফউদ্দিন ২/৬৮, হোসেন আলী ৩/৬৪,ইফতেখার সাজ্জাদ ১/৪৮,আরিফ ১/৭৮।
রাজশাহী-সিলেট
রাজশাহী ১ম ইনিংস : ২০৪/১০( ৬৫.৫ওভারে),মিজানুর ৩২,জুনায়েদ ২৬,ফরহাদ ৩৫,জহুরুল ১২,হামিদুল২১,ফরহাদ রেজা ১৬,সানজামুল ২০,মোক্তার আলী ২৯, আবু জায়েদ রাহি ৬/৪৮। সিলেট ১ম ইনিংস: ৪৩/২(১৫.০ ওভারে), সায়েম ৩০(ব্যাটিং),রাহাতুল ফেরদৌস ১(ব্যাটিং),ফরহাদ রেজা ২/২৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিরতি

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ