Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুরাদনগরে ৫ দফা দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করে উপজেলা পিআইও অফিস

কুমিল্লা থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৮ পিএম

কুমিল্লার মুরাদনগরে পাঁচ দফা দাবিতে উপজেলা ত্রান ও পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে। মঙ্গলবার সকালে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে এ অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খাঁন, উপ-সহকারী প্রকৌশলী হান্নান শেখ, অফিস সহকারী মঞ্জুরুল আলম খাঁন, কার্য সহকারী আসাদুজ্জামান সুমন, অফিস সহায়ক বিষভ বৈরাগী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খাঁন সাংবাদিকদের কাছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হচ্ছে,

দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো নিয়োগবিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদবী পরিবর্তন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদে পদোন্নতি ও চলতি দায়িত্ব নিয়েগের মাধ্যমে পূরণ। এ সময় অবিলম্বে এ দাবি বাস্তবায়নের মাধ্যমে ত্রাণ ও পুনর্বাসন বিভাগে কর্মতৎপরতা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ