বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁ সদর থানার সাহাপুর গ্রামে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ২ রাউন্ড গুলি-০২ রাউন্ড ও ২০ গ্রাম হিরোইনসহ মোহাম্মদ আলী (৩৭) নামের এক যুবককে আটক করেছে র্যাব। র্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃতে জেলার সদর থানার দোগাছী গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায়, মোহাম্মদ আলী সাহাপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে স্থানীয় লোকজনের ওপর তার আধিপত্য বিস্তার করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। উপরোক্ত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় মামলা রুজু করে রোববার নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।