Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের দেয়া উপহারে বিস্ফোরণ : পোল্যান্ডের পুলিশ প্রধান হাসপাতালে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১:০২ পিএম

পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডের পুলিশ প্রধান জারোস্লো সিমশেক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুই সপ্তাহ আগে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে যান পোলিশ পুলিশ প্রধান। সফর শেষে নিজ দেশে আসার সময় তাকে কিছু উপহার দেন ইউক্রেনের কর্মকর্তারা। জানা গেছে, ইউক্রেনের দেওয়া একটি উপহার বিস্ফোরিত হয়ে আহত হয়েছেন সিমশেক। -সিএনএন

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। উপহার বিস্ফোরিত হয়ে পুলিশ প্রধানের আহত হওয়ার ব্যাপারে পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘গতকাল সকাল ৭টা ৫০ মিনিটে পুলিশ প্রধানের অফিসের পাশের কক্ষে বিস্ফোরণ হয়। ‘গত ১১-১২ ডিসেম্বর সরকারি সফরে ইউক্রেনে গিয়েছিলেন পুলিশ প্রধান। সেখানে তিনি ইউক্রেনের পুলিশ প্রধান এবং জরুরি সেবা পরিচালনাকারী সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাকে কিছু উপহার দেওয়া হয়। সে উপহারেরই একটি বিস্ফোরিত হয়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের কোনো এক বাহিনীর প্রধানের কাছ থেকে এ উপহারটি গ্রহণ করেছিলেন জারোস্লো সিমশেক। এছাড়া উপহারে কি ছিল এবং কিভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটল, সেটির কারণ জানতে চাওয়া হয়েছে ইউক্রেনের কাছে। বিস্ফোরণের ব্যাপারে তথ্য জানতে ইউক্রেনের পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করেছিল সিএনএন। তবে সংবাদমাধ্যমটির কাছে এ নিয়ে কোনো মন্তব্য করেনি সংস্থাটি।

পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, পুলিশ প্রধান জারোস্লো সিমশেকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আরও একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। ফলে তাকে আর হাসপাতালে নিতে হয়নি। এদিকে মাত্র দুই সপ্তাহ আগে ইউরোপের বেশ কয়েকটি দেশে ইউক্রেনের দূতাবাসে রক্তে ভেজা ও প্রাণীর চোখসহ বাক্স পাঠিয়েছিল অজ্ঞাতরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পোল্যান্ডের পুলিশ প্রধানের সঙ্গে এমন ঘটনা ঘটল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ