Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোল্যান্ডেই আশ্রয় নিয়েছে ১০ লাখ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ থেকে বাঁচতে ১০ লাখের বেশি ইউক্রেনীয় সীমান্ত পেরিয়ে প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। সোমবার পোল্যান্ডের বর্ডার গার্ডের টুইটার একাউন্টে এক বার্তায় এই তথ্য জানানো হয়। টুইট বার্তায় জানানো হয়, যুদ্ধ শুরুর পর ২৪ ফেব্রুয়ারি থেকে মোট ১০ লাখ ৬৭ হাজার ইউক্রেনীয় পোল্যান্ডে এসেছে। রোববার মোট এক লাখ ৪২ হাজার তিন শ’ ইউক্রেনীয় পোল্যান্ডে আসে। এতে আরো জানানো হয়, ইউক্রেন থেকে পোল্যান্ডে লোকজনের আসার পরিমাণ বাড়ছে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা পর্যন্ত ৪২ হাজার লোক ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোল্যান্ডেই আশ্রয় নিয়েছে ১০ লাখ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ