Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানি-পোল্যান্ডে মারা যাচ্ছে মাছ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জার্মানি ও পোল্যান্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ওডার নদী। এই নদীতেই ছড়িয়ে পড়েছে অজানা বিষাক্ত পদার্থ। এতে নদীর অসংখ্য মাছ মরে ভেসে উঠছে। জার্মানির ব্র্যান্ডেনবার্গ রাজ্যের পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, নদীর পানি বিশেষজ্ঞরা সেখানে কৃত্রিম রাসায়নিক পদার্থ থাকার প্রমাণ পেয়েছে। তবে পদার্থটি কীভাবে পানিতে প্রবেশ করেছে তা স্পষ্ট নয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের পরীক্ষাগারে পানির নমুনায় পারদের উচ্চ মাত্রা পাওয়া গেছে। তবে পোল্যান্ডের জাতীয় পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান পোলস্যাট নিউজকে জানিয়েছেন, পানিতে পারদের উপস্থিতির বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বার্লিনের পার্শ্ববর্তী রাজ্য ব্র্যান্ডেনবার্গের মন্ত্রণালয় থেকে জানানো হয়, পোল্যান্ড ও জার্মানিজুড়ে কী পরিমাণ মাছ মারা গেছে তা নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি-পোল্যান্ডে মারা যাচ্ছে মাছ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ