মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দুই জনের নিহতের ঘটনায় নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এমন অবস্থায় এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্ত সংস্থা এসোসিয়েট প্রেস (এপি) এক প্রতিবেদনে জানিয়েছে যে, পোল্যান্ড সীমান্তে পড়া ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হয়নি। বরং রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইউক্রেনীয় বাহিনী পাল্টা ওই ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
স্পেক্টেটর ইনডেক্স এক টুইট বার্তায় জানিয়েছে যে, মার্কিন কর্মকর্তারা প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন যে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাব দিতেই ইউক্রেন পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে। সেগুলোই পোল্যান্ড সীমান্তে বিস্ফোরিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরে পোল্যান্ডের একটি গ্রামে ওই বিস্ফোরণ ঘটে। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখছে ন্যাটো মিত্ররা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।