Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ. কোরিয়া থেকে যুদ্ধ বিমান, ট্যাংক ও হাউইটজার কিনছে পোল্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

পূর্ব এশিয়ার দক্ষিণ কোরিয়া থেকে যুদ্ধ বিমানসহ অত্যাধুনিক অস্ত্র কিনতে যাচ্ছে ন্যাটো জোটের অন্যতম সদস্য রাষ্ট্র পোল্যান্ড। প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার হামলার সতর্কতার অংশ হিসেবে নিজেদের সামরিক বাহিনীর শক্তি বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ওয়ারস’র প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক সাপ্তাহিক ম্যাগাজিন সিসিকে বলেন, পোল্যান্ড ৪৮টি এফ-৫০ ফাইটার বিমান কিনবে। দক্ষিণ কোরিয়া থেকে ১৮০ কে২ ব্ল্যাক প্যান্থার ট্যাংক এবং হাউইটজার ক্রয় করবে। কয়েক ধাপে পাবে পোলিশ সরকার। চুক্তি অনুযায়ী প্রথম যুদ্ধ বিমানটি আগামী বছর পোল্যান্ডে সরবরাহ করবে।
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ আগ্রাসনের ফলে পূর্ব ইউরোপের কয়েকটি দেশের মধ্যে নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে। ন্যাটো সদস্য পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যয়কে তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তিন শতাংশে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। বাইরের যেকোনো আক্রমণ প্রতিহত করতে তার সেনা সদস্য দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে ওয়ারস। ইউক্রেনের প্রতিবেশি দেশ হওয়ায় ঝুঁকিতে পোল্যান্ড। কারণ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এখনও চলমান। পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভ শহরে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে মস্কো। সূত্র : আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ. কোরিয়া থেকে যুদ্ধ বিমান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ