Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি জাদু, সুয়ারেজের ডাবল

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুতে অদম্য বার্সেলোনাকে ঠেকিয়ে দিয়েছিল এসপানিওল। জয় দিয়ে বছরটা শুরু করতে দেয়নি নগর প্রতিদ্বন্দ্বীরা। তবে শেষটায় এসে লুইস এনরিকের শিষ্যদের মুখে চওড়া হাসি। মেসি জাদু আর সুয়ারেজের জোড়া গোলে লা লিগায় বছরের শেষ ম্যাচে সহজ জয় পেয়েছে শিরোপাধারীরা। ১২টি করে গোল করে লিগে যৌথভাবে সর্বোচ্চ গোল এখন মেসি ও সুয়ারেজের। স্কোর শিটে নাম উঠতে পারতো ‘এমএসএন’ ত্রয়ীর অন্য সদস্য নেইমারেরও। কিন্তু যোগ করা সময়ে তার দারুণ শট কোনোমতে ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক। বছরের শুরুতে দুই দলের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এই বছর আর একটি ম্যাচ খেলবে বার্সেলোনা। কোপা দেল রেতে তাদের প্রতিপক্ষ এরকুলেস। গেলপরশু রাতে এসপানিওলকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। ১৬ ম্যাচে কাতালান দলটির পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলা জিনেদিন জিদানের দলের পয়েন্ট ৩৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ