নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই নানা অভিযোগ মিডিয়ায় প্রকাশ পাচ্ছে। তবে বিভিন্ন সময়ে অনিয়ম নিয়ে মিডিয়ায় প্রকাশিত খবরকে ‘মিথ্যা ও ভূয়া’ বলে দাবি করেন তিনি। এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে অস্বীকার করেন সালাউদ্দিন। গত ১৮ ডিসেম্বর একটি জাতীয় দৈনিক নানা অভিযোগ তুলে সালাউদ্দিনের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাইজমানি পরিশোধ না করা ও ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের টিকিট দুর্নীতিসহ আরও অনেক অভিযোগ তুলে একটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদন ছাপা হয়। এর ২৪ ঘন্টা পর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খ-ন করতে গতকাল হঠাৎ করেই মিডিয়ার মুখোমুখী হন বাফুফে সভাপতি। বাফুফে ভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে শুধু নিজের কথাগুলোই বলে যান সালাউদ্দিন। অবশ্য এরপর তিনি নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সালাউদ্দিন বলেন,‘আসলে এটা প্রেস কনফারেন্স নয়, এটা শুধু প্রেস ব্রিফিং। আমি ক’দিন ধরেই দেখছি, দেশের কিছু পত্রিকা ও টেলিভিশন অনেক নেতিবাচক নিউজ করছে বাফুফে ও আমার বিরুদ্ধে। আপনাদেরকে আমি সরাসরি একটা কথা জানিয়ে দিতে চাই, সব খবর মিথ্যা এবং এগুলো ভূয়া খবর।’
তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা আছে এবং এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন,‘আপনি ঠিক যা যা শুনেছেন, জেনেছেন, আমিও আপনাদের থেকে জেনেছি। অফিসিয়াললি আমি এখনও কিছু জানি না। এটা আমার প্রতিপক্ষের ষড়যন্ত্র। বাফুফের গত নির্বাচনে যারা হেরে গেছে তারাই ষড়যন্ত্র করছে। আমি জেনেছি কিছু মিডিয়া বলছে, সরকার নাকি আমাদের বিরুদ্ধে তদন্ত করবেন। এটা সরকার করতেই পারেন। এ ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নাই। সরকার তদন্ত করলে আমরা উত্তর দিয়ে দেব।’
ওই প্রতিবেদনে প্রকাশ হয়, সময় শেষ হওয়ার পর এএফসি সলিডারিটি কাপ থেকে নাম প্রত্যাহারের জন্য এএফসি বাংলাদেশকে ২০ হাজার ডলার জরিমানা করে। বাফুফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা ও উত্তোলনে অনিয়ম, সিলেট বিকেএসপি ক্যাম্পাসে ফুটবল একাডেমির নামে দুর্নীতিসহ আর কিছু আর্থিক দুর্নীতির খবর।
এছাড়া ক’দিন আগে দেশের আরও একটি দৈনিকে ছাপা হয় যে, বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি দেয়নি বাফুফে। গত জানুয়ারিতে এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নেপালের হাতে ৫০ হাজার ডলার প্রাইজমানির ডামি চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে দেয়ার পর অদ্যবদি সেই পুরষ্কারে অর্থ নাকি নেপাল পায়নি। এ প্রসঙ্গে কোন কথা বলেননি বাফুফে সভাপতি। তবে ইউরোর টিকিট সংক্রান্ত বিষয়ে অভিযোগ অস্বীকার করেন সালাউদ্দিন বলেন, ‘ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট বেঁচে নাকি আমি ৪০ হাজার ইউরো পেয়েছি। যেটা পুরোপুরি মিথ্যে কথা। আমি কোন টিকিট নেইনি। আমার বিরুদ্ধে যারা অভিযোগ তুলছে কিছু দিনের মধ্যেই তাদের সম্পর্কে বিস্তারিত জানাবো এবং আইনজীবির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।