Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ২২ জন আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ৭:১০ পিএম

রাজশাহীতে একদিন অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নিজস্ব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ দুজন, চন্দ্রিমা থানা একজন, মতিহার থানা তিনজন, কাটাখালী থানা তিনজন, রাজপাড়া থানায় চারজন, বেলপুকুর থানা একজন, শাহ মখদুম থানা একজন, পবা থানা একজন, কাশিয়াডাঙ্গা থানা তিনজন, মহানগর ডিবি পুলিশ একজন, কর্ণহার থানা একজন, দামকুড়া থানায় একজনকে আটক করেছে।
তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও নয়জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। এ ছাড়া অন্যান্য অপরাধে দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তবে রাজনৈতিক কারনে কাউকে আটক করা হয়েছে কিনা তা জানাতে পারেনি পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ