বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে আটকসহ ৭ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে নেতাকর্মীরা ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করলে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।ঘটনাটি ঘটে উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের টাঙ্গাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায়।
জানা গেছে , ঢাকার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের ধাওয়া করলে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করলে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় কয়েকটি মটরসাইকেল ও অটোরিক্সা ভাংচুর করে। পুলিশ টাঙ্গাব ঘটনাস্থল থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ বাবুল মিয়া ও মোঃ নজরুল ইসলাম নামে দুইজনকে আটক সহ ৭টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় এস আই কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে। পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিক্ষোভকারীদের ফেলে যাওয়া ৭টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।