বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর শহরেই শিংপাড়া মহল্লায় নিখোঁজের ৪দিনপর মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মাসেকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
জানাযায়, শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকার মাসেক মিয়া তার স্ত্রী, মা ও দুই সন্তানসহ জেলা শহরের সিংপাড়া মহল্লার বাসেদ মিয়ার বাসায় ভাড়া থাকতো। গত চারদিন আগে ৪ ডিসেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিলো মাসেকের স্ত্রী রোকসানা ও বড় ছেলে রাফিত। এ ঘটনায় শেরপুর সদর থানায় গতকাল একটি জিডি করা হলে আজ ৮ ডিসেম্বর দুপুরে পুলিশ ওই বাসার ল্যাট্রিন থেকে মা ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, রোকসানা একজন নার্স। সে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতো। স্বামী মাসেক মদের টাকার জন্য প্রায়ই রোকসানাকে মারপিট করতো।
পরে অভিযান চালিয়ে ঘাতক স্বামী মাসক, শাশুড়ী ও অপর একজনসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ মাদকের নেশার টাকা নিয়ে ঝগড়ার ফলেই এ হত্যাকান্ড হয়েছে।
এঘটনায় দায়ীদের বিচার দাবি স্থানীয়দের।
পুলিশ বিষয়টি গুরুত্বসহ দেখবেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নান মিয়া। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।