মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানজুড়ে ফের কঠোর শরিয়াহ আইন প্রণয়নের নির্দেশ জারির এক মাসের মধ্যে গতকাল বুধবার প্রথমবারের মতো জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর রয়টার্সের।
মূলত অভিযুক্ত ব্যক্তি যাকে হত্যা করেছিল, বুধবার (৭ ডিসেম্বর) তার বাবা অভিযুক্তকে নিজ হাতে গুলি করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে। আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর তালেবানদের অধীনে এটিই প্রথম প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
তালেবানের এক মুখপাত্র বলেছেন, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম তাজমির। তিনি পাঁচ বছর আগে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করার কথা স্বীকার করেছেন। গতকাল দক্ষিণ-পশ্চিমের ফারাহ প্রদেশের একটি জনাকীর্ণ স্টেডিয়ামে ফাঁসিতে ঝুঁলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তাজমিরের হাতে খুন হওয়া মুস্তফার মা বিবিসিকে বলেছেন, তালেবান নেতারা তাঁর কাছে গিয়ে তাজমিরকে ক্ষমা করে দিতে বলেছিলেন। কিন্তু তিনি ক্ষমা না করে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলেছেন।
মৃত্যুদণ্ড কার্যকরের সময় এক ডজনের বেশি জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন- তালেবানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি, ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার, প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ও ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।