Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টা, | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ৫:৪১ পিএম

কুমিল্লায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।


মঙ্গলবার বেলা ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১নং আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। মামলায় তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কোমারডগা গ্রামের বাসিন্দা।


নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাড. প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলা সূত্রে জানা গেছে, আবদুল কাদের বিয়ের সময় পঞ্চাশ হাজার টাকা যৌতুক দাবি করেন। কনের পরিবার ওই সময় নগদ ২০ হাজার টাকা দেয়। পরে বাকি ৩০ হাজার টাকার জন্য স্ত্রী ঝর্ণা আক্তারকে প্রায়ই মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন।২০০৯ সালের ২৪ জুন রাতে কাদের ঝর্ণা আক্তারকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন। এ ঘটনায় ঝর্ণা আক্তারের বড় বোন খালেদা বেগম চৌদ্দগ্রাম একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত মঙ্গলবার কাদেরের ফাঁসির আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ