Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ আটে কে কার মুখোমুখি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১০:০৬ এএম

দেখতে দেখতে বিশ্বকাপের শেষ ষোলোও শেষ হয়ে গেল। যোগ্যতার প্রমাণ দিয়ে আটটি দল জায়গা করে নিয়েছে শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে। দলগুলো হলো নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, মরোক্কো ও পর্তুগাল। তাদের নিয়ে ৯ ডিসেম্বর থেকে শুরু হবে সেমিফাইনালে যাওয়ার লড়াই।

২০ নভেম্বর শুরু হওয়া কাতার বিশ্বকাপে এই প্রথম দুইদিনের বিরতি পড়লো। আগামী ৯ ডিসেম্বর রাত ৯টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। একইদিন দিবাগত রাত ১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।

পরদিন অর্থাৎ ১০ ডিসেম্বর রাত ৯টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরোক্কো ও পর্তুগাল। আর একইদিন দিবাগত রাত ১টায় চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে লড়বে শক্তিশালী ফ্রান্স ও ইংল্যান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ