নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কাতার বিশ্বকাপে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর ফিলিস্তিনি পতাকা নিয়ে বিজয় উদযাপন করেছে আফ্রিকান দেশটির খেলোয়াড়রা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বিজয়ের পর মরক্কোর অনেক খেলোয়াড় তাদের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকা তুলে ধরে। তারা এমনকি ম্যাচের পর তোলা গ্রুপ ছবিতেও ফিলিস্তিনি পতাকা দোলায়।
মরক্কোর স্ট্রাইকার আবদুল রাজ্জাক হামদাল্লাহ ফিলিস্তিনি পতাকা বহন করেন, স্টেডিয়ামে ফ্যানদের সামনে তা প্রদর্শন করেন।
কানাডার বিরুদ্ধে ম্যাচের সময়ও মরক্কোর খেলোয়াড়রা ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিল।
মঙ্গলবার গোলশূন্য ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে স্পেনকে ৩-০ গোলে পরাজিত হয়। কোয়ার্টার ফাইনালে মরক্কো খেলবে পর্তুগালের বিরুদ্ধে।
২০০২ সালে তুরস্কের পর এই প্রথম আরব, মধ্যপ্রাচ্য বা মুসলিম কোনো দেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠল।
এই আসরে ফিলিস্তিন না থাকলেও তাদের জাতীয় পতাকা পুরো ইভেন্টে ব্যাপকভাবে প্রদর্শিত হচ্ছে।
মরক্কো, তিউনিসিয়াসহ বিভিন্ন আরব দেশের ফ্যানরা ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করছে, কাঁধে ফিলিস্তিনি শাল পরছে। তারা ফিলিস্তিনি অধিকারের প্রতি পুরো বিশ্বকাপজুড়ে সংহতি প্রকাশ করছে। তারা দোহার হটস্পট ও টুরিস্ট গন্তব্যগুলোতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনসূচক স্লোগান দিচ্ছে। ঐতিহাসিক সুক ওয়াকিফে 'ফিলিস্তিন মুক্ত করো' শব্দগুলো শোভা পাচ্ছে।
কাতারের ২.৯ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় আড়াই লাখ। সূত্র : মিডলইস্ট আই ও ইয়াহু
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।