গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (রোববার) রাতে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, ক্লিপটন গ্রুপের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিকেল ৫টা থেকে বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সেখানে ছুটে যায়। সন্ধ্যা পর্যন্ত তাদের সড়ক থেকে সরাতে না পেরে লাঠিচার্জ শুরু করে পুলিশ। একপর্যায়ে শ্রমিকরা পুলিশের উপর চড়াও হলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারসেলের জবাবে শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে মারে।
পুলিশ জানায়, এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় ব্যাপক যানবাহন ও দোকান-পাট ভাঙচুর করে। শ্রমিকরা অভিযোগ করেছে, পুলিশ নির্বিচারে লাঠিচার্জ ও টিয়ারসের ছুঁড়েছে। অনেক শ্রমিককে আটক করা হয়েছে।
রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে শ্রমিক পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।