মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাতারে বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনেই ইসলাম গ্রহণ করলেন এক মেক্সিকান যুবক। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, রাজধানী দোহার ‘কাতারা’ কালচারাল ভিলেজে কালিমা পড়ে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন ওই মেক্সিকান যুবক। যুবকটিকে কালিমায়ে শাহাদাত পাঠ করান স্থানীয় ইসলামিক দাঈ (ইসলাম প্রচারক) শায়খ হাইয়ান আল-ইয়াফাঈ। যুবকের ইসলাম গ্রহণের বর্ণনা দিয়ে শায়খ আল-ইয়াফাঈ ফেসবুকে একটি পোস্ট করেছেন।
ওই পোস্টে তিনি বলেছেন, ‘যুবকটি মুসলিম সংস্কৃতি সম্পর্কে জানতে মসজিদে আসেন। তখন তাকে ঈমানের মৌলিক বিষয়গুলো ব্যাখ্য করে বোঝানো হয় এবং একইসাথে তাকে বলা হয় যে, ইসলাম সকল নবী-রাসূলদের ধর্ম। আর প্রত্যেক নবী-রাসূলের ম্যাসেজ ও বার্তা একটিই। তা হলো- আল্লাহ তা‘আলা তাদেরকে পাঠিয়েছেন মানুষকে একত্ববাদের প্রতি আহŸান করার জন্য। হযরত মুসা, ঈসা, মোহাম্মদ সা. ও পূর্বেকার সকল নবী-রাসূল এক আল্লাহর ইবাদত করতেন, যার কোনো শরীক নেই।’
তিনি পোস্টে আরো লেখেন, ‘এরপর যুবকটি নবীদের ধর্মের ওপর আসার এবং ইসলামে দীক্ষিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তখন তাকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়- তোমাকে কি কেউ ইসলাম গ্রহণে বাধ্য করেছে? তিনি জানান, তাকে কেউ বাধ্য করেনি।’ শায়খ হাইয়ান আল-ইয়াফাঈ বলেন, আলহামদুলিল্লাহ। পরে তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। আল্লাহ তার বক্ষকে উন্মোচন করে দিন এবং তার হৃদয়কে আলোকিত করে দিন। আমরা আল্লাহর কাছে ইসলামের ওপর তার এবং আমাদের অবিচলতা কামনা করছি।’ সূত্র : আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।