পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গুলশানের রাস্তায় ঢাকনা বিহীন ম্যানহোলে পড়ে আহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান ডেপুটি হেড অব মিশন ইয়ান ইয়ানোস্কি। রাজধানীর গুলশানে নরডিক ক্লাবের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
টুইটারে আঘাত পাওয়া ছবি দিয়ে ইয়ান ইয়ানোস্কি লিখেছেন, আমি ঢাকা শহরকে পছন্দ করি। কিন্তু আমি সবসময় জানতাম যে, শেষ পর্যন্ত আমি রাতে একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যাবো। যদিও আমি রাস্তায় অতিরিক্ত মনোযোগ দেই।
জার্মান কূটনীতিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে তার টুইট হ্যাশট্যাগ করেন। মেয়র সেটা দেখার পর রাতেই সিটি করপোরেশন থেকে লোক পাঠিয়ে ম্যানহোল পরিদর্শন করান। গতকাল মঙ্গলবার সকালে সিটি করপোরেশন থেকে ম্যানহোলের ঢাকনা লাগানো হয়। এরপর জার্মান ডেপুটি হেড অব মিশন টুইটারে সিটি মেয়রকে ধন্যবাদ জানান।
অন্যদিকে কাফরুল এলাকায় স্বাধীন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা হৃদয় শেখ (১৭) নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হৃদয় মিরপুরের কাজীপাড়া এলাকায় থাকত। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত; পাশাপাশি চায়ের দোকান চালাত। নিহত হৃদয় গোপালগঞ্জ সদর উপজেলার মোসলেম শেখের ছেলে।
এসআই জহিরুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টায় মিরপুর আল হেলাল হাসপাতালের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় স্বাধীন পরিবহনের একটি বাসের ধাক্কায় হৃদয় নামের এক ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন। ঘটনার সময় মোটরসাইকেলটি হৃদয় চালাচ্ছিল, সেটা কার তা এখনও জানা যায়নি। ওই ছাত্রের লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।