Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কাতার বিশ্বকাপে ‘সন্ত্রাসী হামলার ছক কষছে’ আইএস!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ১২:০৮ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে এমনিতেই বিতর্ক তুঙ্গে। তার মধ্যেই চাঞ্চল্যকর এক তথ্য সামনে আনল স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজন। তাদের দাবি, কাতার বিশ্বকাপ ঘিরে সন্ত্রাসী হামলার ছক কষছে ইসলামিক স্টেটের (আইএস) অনুসারীরা।

টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সন্ত্রাসী হামলার এই পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি সংবাদমাধ্যমটির।

৩২ দেশের অংশগ্রহণে আগামী ২০ নভেম্বর মরুর বুকে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। প্রিয় দলকে সমর্থন জানাতে এরই মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হচ্ছেন সমর্থকরা। বলতে গেলে, মধ্যপ্রাচ্যের ছোট দেশটি বিশ্বকাপ উপলক্ষে মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। আর তাই হামলার জন্য এটাই ‘সুবর্ণ সুযোগ’ বলে মনে করছেন আইএসের কিছু অনুসারী।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজন তাদের প্রতিবেদনে দাবি করেছে, তাদের কাছে টেলিগ্রাম চ্যানেলে আইএস সমর্থকদের মেসেজের কিছু তথ্য রয়েছে। যেমন তারা লিখেছে, ‘সেখানে অনেক উদ্দেশ্য সফল হতে পারে। কেননা সারা বিশ্বের বহু দেশ বিশ্বকাপে অংশ নেবে। সেখানে বড় রকমের জমায়েত হবে। আমরাও একজন অংশগ্রহণকারী হওয়ার চেষ্টা করব।’

আরও চাঞ্চল্যকর দাবি, আইএস ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়ার পরিকল্পনা করছে। টেলিগ্রাম চ্যানেলে তারা লিখেছে, ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে। বিশ্বকাপেও সেই প্রক্রিয়া নেয়া হোক এবং কাতার বিশ্বকাপে গোল (হামলা) করার চেষ্টা হোক। গোলবক্স প্রহরীবিহীন রয়েছে।’
টেলিগ্রাম চ্যাটবক্সে দুটি ইনফোগ্রাফিক্স পোস্ট করা হয়েছে। যেখানে স্পষ্ট দেখা যায়, একদিকে রয়েছে আইএস বিরোধী আন্তর্জাতিক দেশগুলো, অপরদিকে রয়েছে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর নাম।

সন্ত্রাসীদের লক্ষ্যের মধ্যে অন্যতম ফ্রান্স, বেলজিয়াম ও কানাডা। এই তিন দেশকে তারা বড় লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে। দেশগুলোর ফুটবলারই নয়, বরং সমর্থকদেরও টার্গেটে রেখেছে আইএস। বিশ্বকাপ শুরুর আগে আগে এমন চাঞ্চল্যকর খবরে স্বভাবতই আতঙ্ক বাড়ছে।
এদিকে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দুটি ‘ইনফোগ্রাফিক্স’ও ছড়িয়ে পড়েছে। একটায় রয়েছে সেসব দেশের নাম, যারা জোটবদ্ধ ভাবে আইএস-কে হারানোর ডাক দিয়েছে। আর দ্বিতীয়টায় রয়েছে, কাতার বিশ্বকাপে অংশ নেওয়া সব ক’টি দলের নাম।



 

Show all comments
  • [email protected] ১৬ নভেম্বর, ২০২২, ৫:২৫ পিএম says : 0
    আইএস হলো ইন্ডিয়ান সন্ত্রাসী
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ