বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খলিলুর রহমান : সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে চারটি ‘সেকন্ডারি ট্রান্সফার স্টেশন’ নির্মাণ করছে সিটি করপোরেশন। এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)- অর্থ সহায়তায় এ প্রকল্প এগিয়ে চলেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘আরবান এনভায়রনমেন্ট হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট’র আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সিসিক সূত্র জানায়, সিলেট নগরীতে প্রতিদিন ২০০-২৫০ মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়ে থাকে। সিটি করপোরেশনের উদ্যোগে প্রথমে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা ময়লা আবর্জনাগুলো ভ্যান গাড়ি করে নির্দিষ্ট ডাস্টবিনে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে ট্রাক দিয়ে ময়লা নিয়ে ফেলা হয় দক্ষিণ সুরমার পারাইরচক গার্বেজ গ্রাউন্ডে। ট্রাক দিয়ে পরিবহনের আগ পর্যন্ত ময়লা খোলা ডাস্টবিনে পড়ে থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এছাড়া দূষিত হয় পরিবেশ। ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের।
এ অবস্থা থেকে নগরবাসীকে পরিত্রাণ দিতে এডিবির অর্থায়নে নগরীর টিলাগড়, শাহী ঈদগাহ, রিকাবীবাজার ও দক্ষিণ সুরমার স্বর্ণশিখা আবাসিক এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ করছে সিটি করপোরেশন। এডিবি’র অর্থায়নে প্রত্যেকটি ট্রান্সফার স্টেশনে ব্যয় হচ্ছে ৮০ লাখ টাকা। সবমিলিয়ে ৩ কোটি ২০ লাখ টাকায় হচ্ছে সবগুলো ট্রান্সফার স্টেশন।
ইতোমধ্যে টিলাগড়, শাহী ঈদগাহ ও রিকাবিবাজারের ট্রান্সফার স্টেশনের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আগামী দু’মাসের মধ্যে এ তিনটি স্টেশন উদ্বোধনের ব্যাপারে আশাবার্দী নগর কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের এ উদ্যোগ নগরবাসীকে স্বস্তি দেবে বলে মনে করছেন স্থানীয়রা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।