Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

‘বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেই বেশি ভুল সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ৪:৫৫ পিএম

পাকিস্তানের সাথে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দর। পাকিস্তানকে হারালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে তরী ডুবে যায় লাল-সবুজদের। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হওয়ার পেছনে আম্পায়ারদের বিতর্কিত কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্টও।

 

 

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের গ্রুপে ছয় দলের মধ্যে পঞ্চম বাংলাদেশ। তবে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় সাকিব আল হাসানের দল। তারপরও টাইগারদের পারফরম্যান্স নিয়ে হতাশ নন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

 

সংবাদ মাধ্যমকে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেন, ‘টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই আমাদের উন্নতি ছিল। সেমিফাইনালে যাওয়ার সুযোগও তৈরি হয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেটি আর হয়নি। তবে আমরা একেবারে খারাপ করিনি। কিন্তু বাংলাদেশের সঙ্গে আম্পায়ারের ‘ভুল সিদ্ধান্ত’ দেয়ার ঘটনা একটু বেশিই ঘটেছে।’

 

জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘যেকোনো ম্যাচেই ভুল সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমাদের সঙ্গে একটু বেশিই ভুল সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের ম্যাচে সাকিবের আউটটা মেনে নেয়া যায় না। ভারতের বিপক্ষে ম্যাচেও কয়েকটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। সমস্যাগুলো নিয়ে আমরা আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে পারি। কিন্তু একবার সিদ্ধান্ত দিয়ে দিলে আর কিছু করার থাকে না। পরে অভিযোগ করলেও ম্যাচটা আর ফিরে আসে না।’

 

টাইগারদের বিষয়ে সুজন বলেন, ‘নতুন দল হওয়ায় চাপ সামলানোর অভিজ্ঞতা ছিল না ক্রিকেটারদের। ফলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ছেলেরা, তবে তারুণ্যনির্ভর নতুন এই দলটার মাঝে ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ক্রিকেট

১৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ