Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় কোটি টাকা নিয়েই বিশ্বকাপ থেকে দেশে ফিরলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ১২:২৩ পিএম

বিশ্বকাপে আশা জাগিয়েও শেষ পর্যন্ত সুপার টুয়েলভের গণ্ডি টপকাতে পারেনি বাংলাদেশ। ফলে সেমিফাইনালে খেলার স্বপ্ন চাপা দিয়ে ফিরতে হয়েছে দেশে। অথচ শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই গল্পটা অন্য রকম হতে পারতো, তবে তা আর হয়নি। যতটুকো হয়েছে তাও কাগজে কলমে নেহায়েত কম নয়। ৬ আসর পর বিশ্বকাপের মূল পর্ব থেকে জয় নিয়ে ফিরছে বাংলাদেশ, তবুও দুই-দু’টা জয়।

বিশ্বকাপে সাফল্যের পাল্লা ভারি কম হলেও উপার্জনের পাল্লা একেবারে কম নয়। তবে সেমিফাইনাল নিশ্চিত হলে তা বেড়ে দাঁড়াতো বহুগুণে। তবে এই আসরে দেড় লাখ ডলারেই সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশকে। বাংলাদেশী টাকায় যা প্রায় দেড় কোটি টাকা। সেমিফাইনালে খেললে তা গিয়ে দাঁড়াতো প্রায় পাঁচ কোটি টাকায়।

মূলত এই বিশ্বকাপে সুপার টুয়েলভ খেলা প্রতিটি দল আইসিসি থেকে ৭০ হাজার করে পাবার ঘোষণা রয়েছে। তাছাড়া প্রতিটি জয়ে আরো ৪০ হাজার ডলার পুরস্কারের নিশ্চয়তা দেয় আইসিসি। বাংলাদেশ এবার সরাসরি সুপার টুয়েলভ পর্বে অংশ নেয়ায় ও দুই জয়ের সুবাদে বিসিবি’র উপার্জন দেড় লাখ ডলার।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, অর্থাৎ ৮ কোটি টাকা। আসরে সব মিলিয়ে মোট ৫.৬ মিলিয়ন ডলারের পুরস্কার দেয়া হবে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ক্রিকেট

১৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ