Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হামলা ছিল সাজানো নাটক, অভিনয়ে শাহরুখ-সালমানকে ছাড়িয়ে গেছেন ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৭:৫৬ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুপ্তহত্যার চেষ্টার পর দেশটিতে উত্তেজনা বিরাজ করছে। এমনকি হামলায় আহত ইমরান খান তাকে হত্যাচেষ্টার পেছনে ৩ জনের নাম জানিয়েছেন। যাদের দু’জনই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।
এই পরিস্থিতিতে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমান। এমনকি তিনি এই ঘটনাকে সাজানো ‘নাটক’ বলেও অভিহিত করেছেন। সোমবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ওপর হামলা নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের প্রধান মাওলানা ফজলুর রহমান। সেখানেই তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ওপর হওয়া হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করার পাশাপাশি এটিকে সাজানো ‘নাটক’ বলে আখ্যায়িত করেন।
রোববারের ওই সংবাদ সম্মেলনে তিনি হামলার ঘটনাকে ‘নাটক’ হিসেবে অভিহিত করে বলেন, ‘অভিনয়ে (ভারতীয় অভিনেতা) শাহরুখ এবং সালমান খানকে ছাড়িয়ে গেছেন ইমরান খান।’
তিনি দাবি করেন, ‘প্রথম দিকে আমি ওয়াজিরাবাদে লংমার্চে হামলার কথা শুনে ইমরান খানের প্রতি সহানুভূতি জানিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এটি একটি নাটক ছিল’। আর তাই পিডিএম প্রধান গত ৩ নভেম্বর পিটিআইয়ের লংমার্চে হামলার ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ করার আহ্বান জানান।
তিনি বলেন, হামলায় ইমরান খানের ইনজুরিই এটি নিয়ে সন্দেহ সৃষ্টি করতে যথেষ্ট। তার ভাষায়, ‘ইমরানকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে নাকি তার বেশি’ এবং আঘাতটি ‘এক পায়ে না উভয় পায়ে’ তা স্পষ্ট নয়।
মাওলানা ফজলুর আরও বলেন, ‘এটা বেশ চমকপ্রদ যে ইমরান খানকে কাছাকাছি কোনো হাসপাতালে (ওয়াজিরাবাদে) ভর্তি করার পরিবর্তে লাহোরে নিয়ে যাওয়া হয়েছিল।’
তিনি ইমরানের পায়ে গুলির ভাঙা টুকরো থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তার দাবি, ‘এটা কিভাবে সম্ভব যে একটা বুলেট টুকরো টুকরো হয়ে গেল। আমরা বোমার টুকরো শুনেছি, কিন্তু বুলেট নয়।’
পিডিএম প্রধান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত ৩ নভেম্বরের হামলার ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। তার দাবি, ‘(ইমরানের) মেডিকেল রিপোর্টে অসঙ্গতি রয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।’
আর তাই মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে ইমরান খানের প্রতি ‘নরম’ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পিটিআই চেয়ারম্যান তার পছন্দের নতুন সেনাপ্রধানের নিয়োগ ছাড়া আর কিছুই চান না।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৭ নভেম্বর, ২০২২, ৮:৫৬ পিএম says : 0
    পাকিস্তানীরা এই জিবন্ত শয়তান কে ডিজেল হুজুর হিসাবে বেশী ছিলেন। নৈতিকতা আদশ‍্য দেশ প্রেম বলতে কিছুই অব শিষ্ট নেই। ছিলেন ইমরান খানের সাথে জোটের মধ্যে টাকার বিনিময়ে আসিফ আলী জারদারীর কাছে বিক্রি হয়ে গেছেন। শয়তান সিনেমা দেখেন না হয় কিভাবে শাহরুখ সালমান শাহ মত অভিনয়ের কথা বলেন। পাকিস্তানের ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া আন্তর্জাতিক গন মাধ্যমে শিরোনাম হয়েছেন ইমরান খানের হত‍‍্যার ব‍্যার্থ চেষ্টার। একজন শহীদ আটজন গুলি বিদ্ধ হয়েছেন। হত‍্যাকারী মাতাল নেশাগ্রস্ত ঘটনায় ১৫ মিনিট পর পর থানায় পুলিশের কাছে হত‍্যার চেষ্টায় জবান দিয়েছেন। এই শয়তানের হাড্ডি ডিজেল হুজুর মিথ্যাবাদী। এই ভয়ানক ঘটনার পর শহীদ মোয়াজ্জম লাশ পোষ্টমটেম ছাড়া দাফন করেন। গুলি আটজন থেকে কোন জবাব বদ্ধি নাই। সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তানের লক্ষকোটি মানুষের জনপ্রিয় নেতা পিটিআই প্রধান কে হত‍্যায় জড়িত সন্দেহ ভাজন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা বিভাগের প্রধানের নাম আসাতেই ৭২ ঘন্টা পার হওয়ার পর মামলা নেয়নি পাজ্ঞাব পুলিশ। পাজ্ঞাবের আইজি প্রযোজনে চাকুরী ছেড়ে দিবেন।এই মামলা নেওয়ার সাহস শক্তি কিছুই নেই। এটি পাকিস্তানের এই মুহূর্তে এই ডিজেল শয়তানদের শাসনব্যবস্থা। পাকিস্তানের লক্ষকোটি মানুষের জনপ্রিয় নেতা নৈতিকতা আদশ‍্যে অত্যন্ত পরিস্কার মানুষ ইমরান খান। পকৃত স্বাধীনতার জন্যে ইনসাফ ন‍্যায় প্রতিষ্টার জন্যে। শাহবাজ শরিফ দের হাজার কোটি টাকার দূন্নীতির বিরুদ্ধে। অবৈধভাবে সামরিক বাহিনীর সদস্যরা পাকিস্তানের রাজনীতিবিদের অহেতুক হয়রানিমূলক মামলা। দেশের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রতিবাদমুখর যারা হচ্ছেন পাকিস্তান আর্মি তাদের বিরুদ্ধে মামলা করেছেন কিছু সাংবাদিক ইতিমধ্যে হত‍্যার স্বীকার হয়েছেন। বাস্তবতা এই লেবাসে শয়তান গুলো পাকিস্তানের জনগনের চরম শক্র ইমরান খান পারবেন পাকিস্তানে গনতন্ত্র ফিরিয়ে আনতে??? পারবে পাকিস্তানের জনগণ? পিছনে আমেরিকা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের কৌশল দেশে ডিজেল হজুর দের মত শয়তান দূন্নীতিবাজ বতর্মান সরকার। পাকিস্তান আগাম কিছু বলা বড় মশকিল। সেনাবাহিনীর কঠোর সিদ্ধান্তে হয়তো পাকিস্তান আবার সামরিক শাসন অনিবার্য। শিরোনাম হবে বিশ্বের মাঝে ইমরান খান গনতন্ত্রের সংগ্রামে দ্বিতীয় হামলায় শহীদ হয়েছেন ডিজেল শাহবাজ দূন্নীতিবাজ প্রশাসন সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে কথা বলার মুখ চিরতরে বন্ধ করে দিবেন। ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • Azad mullah ৮ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম says : 0
    পিডিএম মাওলানা ফজলুর রহমানের কথা সোনলে 1970-71 সময় কালের ভুটটুর কথা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ