Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিটিআরসির অনুমোদনবিহীন মোবাইল ও সীমবেইজড্ রেডিও ইকুইপমেন্টসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৫:০৮ পিএম

রাজধানীর বায়তুল মোকাররম ও স্ট্যাডিয়াম মার্কেট এলাকা থেকে বিপুল পরিমান বিটিআরসির অনুমোদনবিহীন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট ও সীমবেইজড্ রেডিও ইকুইপমেন্টসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

তিনি বলেন, রোববার পল্টন থানার মাওলানা ভাষানী হকি স্টেডিয়াম মার্কেট ও বাইতুল মোকারম এর এ নিউ সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১০।


গ্রেপ্তার ব্যক্তিরা হলো- আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন মিয়াজি (৪৭), মো. জাকির হোসেন (৪২) ও মো. নাহিদ মাঝি (২৭)।


এসময় তাদের কাছ থেকে বিটিআরসির অনুমোদনবিহীন ৬৯টি মোবাইল সেট, ২৯৫টি বিভিন্ন প্রকারের সিম ল্যান্ড টেলিফোন, ৩০টি কর্ডলেস মোবাইল সেট, মোবাইল চার্জার ২৫টি, ও ২২০টি টেলিফোন চার্জার উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব-১০ এর অধিনায়ক জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিদেশী মোবাইল ও সীমবেইজড্ রেডিও ইকুইপমেন্ট চোরাকারবারির সক্রিয় সদস্য।


তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ