Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ৩:৫২ পিএম | আপডেট : ৩:৫৪ পিএম, ৫ নভেম্বর, ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ১৪২ রানের টার্গেট পেল ইংল্যান্ড। আজ জিতলেই সেমিফাইনালে চলে যাবে জস বাটলারের দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪১ রানে আটকে দিয়েছে ইংল্যান্ড। 

 

টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে ৪ ওভারে ৩৯ রান তোলে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। দলের পক্ষে পাথুম নিসাঙ্কা সর্বোচ্চ ৬৭ রান তোলেন। এছাড়া মেন্ডিস ১৮ ও ভানুকা রাজাপাকসে করেন ২২ রান। 

 

এছাড়া শ্রীলঙ্কার কোন ব্যাটার সুবিধা করতে পারেনি। বল হাতে ইংল্যান্ডের হয়ে মার্ক উড ৩ ওভারে ২৬ রানে নেন ৩ উইকেট।

 

 

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, বেন স্টোকস, স্যাম কারান, ডেভিড মালান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ক্রিকেট

১৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ