মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক বা দুজন নয়, ১৭৮ জনের নাম একই। হিরোকাজু তানাকা নামের এসব ব্যক্তি আবার হয়েছেন একসঙ্গে। আর তাতেই হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
জাপানের টোকিওর শিবুয়া ওয়ার্ডে সম্প্রতি একই নামের এসব ব্যক্তি একত্র হয়েছিলেন। তাদের একটি সংস্থাও রয়েছে। সংস্থাটির নাম অ্যাসোসিয়েশন অব হিরোকাজু তানাকাস। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
একই নামের ব্যক্তিদের বড় সমাবেশের রেকর্ড ভাঙতে হিরোকাজু তানাকারা এর আগে দুবার চেষ্টা চালিয়েছিলেন। প্রথমটি ছিল ২০১১ সালে। সেবার তারা একত্র হয়েছিলেন ৭১ জন। পরের বার ২০১৭ সালে ৮৭ জন একত্র হন; কিন্তু রেকর্ড গড়তে এ সংখ্যা যথেষ্ট ছিল না। কেননা, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি ছিল মারথা স্টুয়ার্টদের দখলে।
২০০৫ সালে মারথা স্টুয়ার্ট নামে ১৬৪ জন একসঙ্গে উপস্থিত হয়ে রেকর্ডটি করেছিলেন। ২৯ অক্টোবর ১৭৮ জন হিরোকাজু তানাকা একসঙ্গে উপস্থিত হয়ে তৃতীয় চেষ্টায় বিশ্বরেকর্ডটি নিজেদের করে নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।