Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংড়ায় গৃহবধুকে জুতার মালা পড়িয়ে ঘোড়ানোর মামলায় আটক-৪

সিংড়া,(নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ৫:৫৬ পিএম

নাটোরের সিংড়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে সামাজিক ভাবে লাঞ্ছিত ও ১০০বেত্রাঘাত সহ জুতার মালা পড়িয়ে গ্রাম ঘোরানোর দায়ে ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান,স্বামী বিদেশে থাকায় ২সন্তান নিয়ে উপজেলার ভেংড়ী গ্রামে বসবাস করতেন ওই গৃহবধূ। বুধবার (২নভেম্বর) রাত ৯টার দিকে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে আমির হামজা নামের এক যুবকসহ ২সন্তানের জননীকে দড়ি দিয়ে বেঁধে রাখে এলাকার কয়েকজন। পরে বৃহস্পতিবার (৩নভেম্বর) গ্রাম্য শালিসে প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পড়িয়ে সারা গ্রাম ঘোরানো হয় এবং আটককৃত ওই যুবককেও ১০০টি বেত্রাঘাত ও এবং দশ হাজার টাকা জরিমানা করে গ্রাম্য প্রধানরা।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধুকে উদ্ধার করে নিয়ে আসে। সামাজিক ভাবে লাঞ্ছিত ও ১০০বেত্রাঘাত সহ জুতার মালা পড়িয়ে গ্রাম ঘোরানোর দায়ে ওই গৃহবধু বাদী হয়ে ১৩জনের নাম উল্লেখ করে সিংড়া থানায় একটি মামলা দায়ের করে। তিনি বলেন, ওই এলাকায় অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ