Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ৯:৫৭ এএম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি নিউজিল্যান্ড।

 

ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আয়ারল্যান্ড।

 

অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড লড়াই।

 

 আজ এ ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে নিউজিল্যান্ডের। অবশ্য ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নিজ-নিজ বাকি খেলায় অসম্ভব কিছু করে ফেললে, তখন রান রেটের হিসেবে বসতে হবে নিউজিল্যান্ড। তবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চেয়ে রান রেটে অনেক পথ এগিয়ে নিউজিল্যান্ড।

প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে চমক দেখানো আয়ারল্যান্ড শেষ ম্যাচেও অঘটন ঘটাতে চায়। শেষ ম্যাচ বিশাল ব্যবধানে জিতলে রান রেটে অন্যান্য দলের বিপক্ষে এগিয়ে থাকলেই সেমিতে খেলার সুযোগ তৈরি হবে আইরিশদের। খাতা-কলমের হিসেবে যা অসম্ভবই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ক্রিকেট

১৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ