Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ১:৩৮ পিএম | আপডেট : ১:৫৭ পিএম, ৩ নভেম্বর, ২০২২

অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে আজ পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। আর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে চায় পাকিস্তান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

অন্যদিকে এ ম্যাচ হারলে আসর থেকে বিদায় নিশ্চিত হবে পাকিস্তানের।

সেমিফাইনালে খেলার আশা এখনও যদি-কিন্তু’র উপর নির্ভর করছে পাকিস্তানের। অন্যান্য দলের ফলাফলে দিকে তাকিয়ে থাকার সাথে শেষ দুই রাউন্ডের ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে।

৩ খেলা শেষে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে পাকিস্তান।

পাকিস্তানকে হারালে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৭। তাতে সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে তারা। এক ম্যাচ বাকী রেখে সেমির টিকিট নিশ্চিত করতে তখন গ্রুপের অন্যান্য ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে প্রোটিয়ারদের। পাকিস্তানের পর নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারলে অনায়াসেই সেমি নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা।

কিন্তু পাকিস্তানের সেমিফাইনাল খেলা নির্ভর করছে পরের ম্যাচগুলোর ফলাফলের উপর। এজন্য শেষ দুই রাউন্ডের ম্যাচে ভারত-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ-জিম্বাবুয়েকে হিসেবের মারপ্যাচে পড়ে যদি-কিন্তু’তে অন্তত ১টি করে ম্যাচ হারতে হবে।

দক্ষিণ আফ্রিকার কাছে হারলে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিশ্চিত হবে পাকিস্তানের। এক্ষেত্রে বৃষ্টি বা অন্য কারনে ভারত-বাংলাদেশ পয়েন্ট ভাগাভাগি করলে আবারও কিঞ্চিৎ সম্ভাবনা থাকবে পাকিস্তানের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ক্রিকেট

১৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ