মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে যেসব পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে সেগুলো তাদের নিজ ভূখণ্ডে ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। উত্তেজনা এবং ঝুঁকি বৃদ্ধির এই সময়ে তা প্রশমনে পারমাণবিক শক্তিধর দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার কাছে যত পরমাণু অস্ত্র রয়েছে তার সবই দেশটির অভ্যন্তরে এবং সেগুলো যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি তৈরি করেনি।
শনিবার (২৯ অক্টোবর) ওয়াশিংটনে রুশ দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে আন্তোনোভ এ কথা জানান।
মার্কিন গণমাধ্যম পলিটিকোয় গত বুধবার একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে- ইউরোপে ন্যাটো বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে আমেরিকা পারমাণবিক বোমা মোতায়েন দ্রুততর করার পরিকল্পনা নিয়েছে। ওই নিবন্ধের জবাবে রুশ দূতাবাস বিবৃতি প্রদান করে। সূত্র : তাস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।