Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোলিং বৈধতার লড়াই ডিকেন্সের

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বয়স এখন ৩৮, ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে পেতে হলো ফয়সাল হোসেন ডিকেন্সকে অপবাদ। বাঁ হাতি এই স্পিন অল রাউন্ডারের মাথায় উঠেছে টেস্ট ক্যাপ ১ ওয়ানডে, ৬ ওডিআই, ১১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং ১১৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফয়সাল হোসেন ডিকেন্সের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট হয়েছে সর্বশেষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে। তার সঙ্গে রিপোর্টেড ক্রিকেটারদের অধিকাংশই বিসিবি’র বোলিং অ্যাকশন রিভিউ কমিটির পরীক্ষায় উতরে বৈধ বোলিং সার্টিফিকেট পেলেও অমিতাভ নয়ন, শরীফুল্লাহ’র সঙ্গে মোহামেডানের ফয়সাল হোসেন ডিকেন্স পাননি বোলিং অ্যাকশনে বৈধতা। ফলে বিসিবি’র কোন ক্রিকেট আসরে বোলিংয়ে ছাড়পত্র পাননি তারা। গতকাল থেকে বিসিবি’র বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সামনে দ্বিতীয় দফায় পরীক্ষা। অপবাদ নিয়ে ক্রিকেট ছেড়ে দিতে চান না ডিকেন্স। বোলিং অ্যাকশনের বৈধতা নিয়েই ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টানতে চান ডিকেন্স ‘বয়সটা শেষপ্রান্তে। এখন যেহেতু আমার বোলিং একটা সমস্যা খুঁজে পেয়েছে আম্পায়াররা। তাই আজ (গতকাল) পরীক্ষা দিলাম। বোলিং অ্যাকশনে অবৈধ অপবাদ নিয়ে আমি খেলা ছাড়তে চাই না। খেলা ছাড়লেও কিন্তু এখন অনেক ক্রিকেট আছে, ফ্রাইডে ক্রিকেট, মাস্টার্স ক্রিকেট। ওখানে যদি আমি বোলিং করতে না পারি, সেটা আমার ব্যর্থতা হবে। সেজন্যই পরীক্ষা দেয়া। ওয়াহিদ ভাইয়ের (সাবেক লেগ স্পিনার) সঙ্গে যোগাযোগ রেখে নিজের জায়গায় অনুশীলন করেছি। সব খেলোয়াড়ের ইচ্ছা থাকে মাঠ থেকে অবসর নেয়ার। গত মওশুমে মোহামেডানে খেললাম। আর ইচ্ছা নাই যে আমি প্রিমিয়ার লিগ বা প্রথম শ্রেণির কোনো খেলা খেলব।’ আবাহনীর স্পিনার অমিতাভ কুমার নয়নও চাকিং অপবাদ থেকে মুক্তি পেতে চান ‘বিসিবি যে উদ্যোগ নিয়েছে, তা অনেক ভালো। আমাদের বোলিংয়ে যেসব সমস্যাগুলো ছিল, সেগুলো আমরা বুঝতাম না। সেই সমস্যাগুলো নিয়েই কাজ করছি ওয়াহিদ স্যারের সাথে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোলিং

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ