মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্পেনের মধ্যাঞ্চলের একটি গ্রামে পারিবারিক কলহ থামাতে গিয়ে প্রাণ গেল পুলিশ ও প্রতিবেশীর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৬ অক্টোবর) আরগামাসিলা দি ক্যালাত্রাভা এবং ভিল্লামায়োর দি ক্যালাত্রাভা গ্রামের মধ্যকার রাস্তার পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বাধে ৮১ বছর বয়সী এক বৃদ্ধ ও তাঁর ৫০ বছর বয়সী ছেলের মধ্যে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এমন পরিস্থিতি প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাবা-ছেলের ঝগড়া থামানোর চেষ্টা করলে গুলি চালায় বৃদ্ধের ছেলে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন এক পুলিশ সদস্য ও এক প্রতিবেশী। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়।
এদিকে হামলার সময় বৃদ্ধ ওই বাবা পালিয়ে যেতে সক্ষম হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।