Inqilab Logo

মঙ্গলবার , ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

স্পেনে ৩ দিনের তাপদাহে ৮৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১০:০৮ এএম

স্পেনে গত ১০ জুলাই থেকে ৩ দিনে তাপদাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে। কার্লোস তৃতীয় হেলথ ইনস্টিটিউট গতকাল শনিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রনালয়কে এক প্রতিবেদন জানায়।
প্রতিবেদনে জানা যায়, ১০ জুলাই থেকে ১২ জুলাইয়ে মারা গেছেন। দেশটির বিশাল অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়াকে এই মৃত্যুর জন্য দায়ী করা হয়। এমনকি দেশটির দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
তাপদাহ আরো এক সপ্তাহ অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় দাবদাহ। প্রথমবার ১১ জুন থেকে ২০ জুন দাবদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়েছে, তখন তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
কর্তৃপক্ষ লোকদের বেশী বেশী পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতোটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পেন

২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ