Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচে বৃষ্টি হানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ১১:০৩ এএম | আপডেট : ১০:২০ পিএম, ২৯ অক্টোবর, ২০২২

বিশ্বকাপের সুপার টুয়েলভ দিয়ে মিশন শুরু করছে বাংলাদেশ। বৃষ্টির শঙ্কা নিয়ে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে ৯.৩ ওভারে ৪ উইকেটে ৭০ রান তোলে বাংলাদেশ। এরপরই ম্যাচে বৃষ্টি হানা দেয়। বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়েছে।

ব্যাটিংয়ে নেমে সৌম্য ১৪ ও নাজমুল হোসেন ২৫ রান করে বিদায় নেন। এরপর দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান লিটন ৯ ও সাকিব ৭ রান করে আউট হন। ক্রিজে আছেন আফিফ ৬ ও ইয়াসির আলী ১ রানে। এরপরই বৃষ্টি হানায় খেলা বন্ধ হয়।

এই ম্যাচে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-২০-বিশ্বকাপ

১৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ