Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই অঘটন, শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল নামিবিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১:৩৫ পিএম | আপডেট : ১০:১৪ পিএম, ২৯ অক্টোবর, ২০২২

কয়েক দিন আগেই এশিয়া কাপে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই গুড়িয়ে দিয়েছে নামিবিয়া। নামিবিয়ার দেয়া ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ফলে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো নামিবিয়ার দলটি।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নামিবিয়ান বোলারদের সামনে দাঁড়াতেই পারছিলনা এশিয়া কাপজয়ী লঙ্কান ব্যাটাররা। দুর্দান্ত লাইন ও লেন্থে লঙ্কান ব্যাটারদের একটি ভালো জুটি গড়ে তোলার সুযোগ দেয়নি তারা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ইনফর্ম কুশল মেন্ডিসকে (৬) হারায় শ্রীলঙ্কা। ডেভিড উইসের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন মেন্ডিস। এরপর চতুর্থ ওভারে দুই বলে দুই উইকেট নিয়ে লঙ্কানদের চাপে ফেলে দেয় নামিবিয়ার পেসার বেন শিকঙ্গো।

এরপর ধনঞ্জয়া ডি সিলভাকে (১২) তুলে নেন জ্যান ফ্রাইলিঙ্ক। এরপরই হারের শঙ্কা জাগে লঙ্কান শিবিরে। এরপর রাজাপাকসেকে (২০) ফেরান স্কল্টজ। এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন হাসারাঙ্গা ( ৪), করুণারত্নেরা (৫)। অধিনায়ক শানাকাও দলকে জেতাতে পারেননি। তিনি আউট হন দলীয় সর্বোচ্চ ২৯ রান করে। শেষ পর্যন্ত লঙ্কানদের ইনিংস থামে ১০৮ রানে। নামিবিয়াদের হয়ে দুইটি করে উইকেট নেন ডেভিড উইসে, স্কল্টজ এবং শিকঙ্গো।

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তোলে দলটি। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানেই তিন উইকেট হারায় নামিবিয়া। ডিভান লা কক ৮ ও নিকোল লফটি ইটন ২ রানে ব্যাট করছেন। ৬ বলে ৩ রান করে সাজঘরে ফিরে গেছেন মাইকেল ফন লিংগেন।

ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দিলেন দুষ্মন্তে চামিরা। ৬ বলে ৩ রান করে প্রমোদ মধুশানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ফন লিংগেন। পরের ওভারের একেবারে শেষ বলটি ছিল গুড লেন্থের। ব্যাটার ডিভান লা কুক বলটিকে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের উপরের কানায় লাগিয়ে দেন। বল উঠে যায় উপরে এবং দাসুন শানাকা ক্যাচটি তালুবন্দী করে নেন। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।


৫ম ওভারে গিয়ে তাদের তৃতীয় উইকেটের পতন ঘটান চামিকা করুনারত্নে। তবে নিকোল লফটি ইটনের এই উইকেটটি নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান উইকেটরক্ষক কুশল মেন্ডিসের। বাঁ-হাতে অসাধারণ একটি ক্যাচ ধরেন তিনি উইকেটের পেছনে ঝাঁপিয়ে পড়ে।

১২ বলে ২০ রান করে আউট হন নিকোল লফটি ইটন। ১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও ছিল তার ব্যাটে। নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন জন ফ্রায়লিংক। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নিয়েছেন থিকসানা, চামিরা, করুনারত্নে এবং হাসারাঙ্গা। প্রমোদ মধুশন নিয়েছেন দুটি উইকেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-২০-বিশ্বকাপ

১৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ