বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় সাব্বির আহমেদ (৩৭) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই ২য় স্ত্রী রজনী খাতুন (৩২) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী রজনী পলাতক রয়েছে। রোববার (৩ অক্টোবর) দিবাগত ভোর ৪টার দিকে শহরতলীর আড়ুয়াপাড়া এলাকার (ছোট ওয়ারলেস) গেট সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত সাব্বির আহমেদ আড়ুয়াপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে খোকসা গোপ গ্রামের ছদ্ম নাম (লাবনীর) সাথে প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সাব্বির। পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে তার প্রথম পক্ষের স্ত্রী ঢাকায় থাকেন। নিহত সাব্বিরের প্রথম পক্ষের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। গেল একমাস আগে সাব্বির কুষ্টিয়া শহরতলীর উত্তর লাহিনী পাড়া এলাকার শামসুলের মেয়ে রজনী খাতুনের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে স্বামী সাব্বিরকে গালায় ছুরিকাঘাত করে হত্যা করে স্ত্রী রজনী। গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।এসময় পালিয়ে যায় স্ত্রী রজনী।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন,পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহটি উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।