Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে অস্ত্রসহ দুই যুবক আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৬ পিএম

যশোরে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, শহরের ঘোপ নওয়াপাড়া রোডের জিয়ার ছেলে অনিক ও বেজপাড়া নলডাঙ্গা রোডের হাসেম মিয়ার ছেলে সাগর। বুধবার রাতে এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম ও এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটি টিম যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া বাজারের সাড়াপুল রোড থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে আটকের পর তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে অস্ত্র-গুলি নিজেদের দখলে রেখে আটককৃতরা ত্রাস সৃষ্টি করে নানা ধরনের অপরাধ কর্মকান্ডে লিপ্ত থাকেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ