গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকার প্রথম মেয়র ও সাবেক মন্ত্রী, অধুনালুপ্ত জাতীয় ছাত্র ফেডারেশনের সভাপতি ব্যারিষ্টার আবুল হাসনাতের ইন্তেকালে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী ও কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্যারিষ্টার আবুল হাসনাত আজীবন আধিপত্যবাদ বিরোধী এবং মুসলিম জাতিসত্তা টিকিয়ে রাখার জন্য রাজনীতি করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা ও মহান আল্লাহর দরবারে মোনাজাত করি তাকে যেন জান্নাতবাসী করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।