Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকায় ড. সেলিমকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:২০ পিএম

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট হিসাব বিজ্ঞানী প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ-কে আমেরিকাস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, নর্থ আমেরিকা ইনক কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এ অনুষ্ঠিত সংগঠনটির এক আলোচনা সভাশেষে উক্ত এলামনাই-এর চট্টগ্রাম শাখার যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিনসহ ড. সেলিমকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনটির সভাপতি মাহমুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা আবু জাফর মাহমুদ। সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক-এর পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সর্বজনাব বিষ্ণু গোপ, আব্দুল আওয়াল শামীম, হাসান মাহমুদ, দিলওয়ার হোসেন, আবুল কালাম আযাদ, মোহা. মঞ্জুর হাসান, রায়হানা বারী, ফৌজিয়া আহমেদ, সৈয়দা তাহমিনা গিয়াস, মাকসুদুল আহসান চৌধুরী এবং জনাব দিপু বক্তব্য রাখেন।

ড. সেলিম তাঁর বক্তব্যে মানবসম্পদ উন্নয়নে দৃশ্যমান এবং অদৃশ্য অবদান রাখার ক্ষেত্রে এলামনাইয়ের অপরিহার্য ভূমিকা রয়েছে মর্মে উল্লেখ করেন। এলামনাইবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারনী কমিটির অন্তর্ভূক্ত হয়ে পাঠ্যক্রম ও শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবর্ধনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ