Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৫:০০ পিএম

বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে পুলিশ লাইন্সের নোয়াখালী শহীদ কনস্টেবল মনিরুল হক হলে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি (পিটিসি নোয়াখালী কমান্ড্যান্ট) এস এম রোকন উদ্দিন।।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা সিআইডি পুলিশ সুপার বশির আহমেদ, নোয়াখালী জেলা পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী প্রমূখ।

এ সময় জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবধর্ধনার উপহার তুলে দেন। অনুষ্ঠানে ৩০ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবর্ধনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ