Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডায়নামাইটস, না টাইটান্স- ফাইনালে কে?

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী : তারকায় ঠাসা দলে একাদশ সাজানোটাই কঠিন। সাঙ্গাকারা, মাহেলা, ডুয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ইভিন লুইস, রবি বোপারা, সেকুগে প্রসন্ন- সবাই টুয়েন্টি-২০ স্পেশালিস্ট। তারকায় ঠাসা ঢাকা ডায়নামাইটসে বাংলাদেশ সেরা টুয়েন্টি-২০ অল রাউন্ডার সাকিবের সঙ্গী নাসির, মোসাদ্দেক, আসরে নিজেকে অন্যভাবে চেনানো টপ অর্ডার মেহেদী মারুফ। সমন্বিত টিম পারফরমেন্সেও প্রথম পর্বে সেরা দলটি। পেছনে দর্শক সমর্থন। ফেভারিট স্টিকার নিয়ে বিপিএল টুয়েন্টি-২০ মিশনে ফাইনালিস্টের দাবিদার যে তারাই। মাহামুদুল্লাহদের বোলিং শক্তির বিপক্ষে অল রাউন্ড দলটি আজ অবতীর্ণ হচ্ছে কোয়ালিফাইয়ার ম্যাচে। জিতলে ফাইনাল, হারলেও থাকছে সুযোগ। দ্বিতীয় কোয়ালিফাইয়ারের বাধা পেরুনোর লড়াই থাকবে তখন অবশিষ্ট।
তবে খুলনা টাইটান্সের বিপক্ষে কোয়ালিফাইয়ারে অবতীর্ণ হতে হচ্ছে বলে লড়াইটা হবে কোচ সুজন ভার্সেস স্টুয়ার্ট ল’রও। অল রাউন্ড পারফরমেন্সে (৩৬৯ রানও ৯ উইকেট) ফর্মের তুঙ্গে থাকা মাহামুদুল্লাহও ঢাকা
ডায়নামাইটসের প্রধান প্রতিপক্ষ। প্রথম পর্বে ২ সাক্ষাতের দু’টিতে খুলনার কাছে হেরে যাওয়ার ধাক্কাটাও যে দিচ্ছে তাঁতিয়ে ঢাকা ডায়নামাইটসকে। তবে কৌশলগত কারণে ডুয়াইন ব্রাভো, ইভিন লুইস, আন্দ্রে রাসেলকে বিশ্রাম দিয়ে অবশিষ্টদের নিয়ে গ্রুপ রাউন্ডের শেষ দেখায় হার-খুব একটা উদ্বিগ্ন করছে না ঢাকা ডায়নামাইটসকে। আজ কোয়ালিফাইয়ারের বাধা পেরিয়ে ফাইনালের লক্ষ্য নির্ধারণ করেছে রাজধানীবাসীর সমর্থনপুস্ট দলটি। এমনটাই জানিয়েছেন দলটির ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতÑ ‘গতবার আমি যখন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছি, তখন আমাদের বিকল্প দু’টি পথ ছিল। কারণ, সেবার আমরা এলিমিনেটরে খেলেছি। চেয়েছিলাম দুইটা ম্যাচ জিতে ফাইনালে যেতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। এ বছর যেহেতু আমরা এক নম্বরে থেকে কোয়ালিফায়ারে উঠেছি তাই আমাদের পরিকল্পনা থাকবে প্রথম ম্যাচে জয়। দ্বিতীয় ম্যাচের কোনো চিন্তা-ভাবনা আমাদের মাথায় নেই।’
নক আউট পর্ব বলে প্রত্যাশার চাপ থাকছে। তার উপর খুলনা টাইটান্সের কাছে দু’টি ম্যাচের ২টিতেই হারের অতীতও অবচেনমনে ধাক্কা দিতে পারে মনো বলে। তবে এসব নিয়ে ভাবছে না ঢাকা ডায়নামাইটস। তা জানিয়েছেন মোসাদ্দেকÑ ‘আসলে এগুলো নিয়ে আমরা একটুও চিন্তিত না, আমরা দল নিয়ে ভাবছি। আমরা কীভাবে কি পরিকল্পনা করবো কীভাবে খেলবো সেদিকে ফোকাস করছি। আমরা খুলনার সঙ্গে কি হয়েছে না হয়েছে, তা নিয়ে ভাবছি না।’ নক আউট পর্বের ম্যাচ বলে পরীক্ষা-নিরীক্ষা নয়, সেরাদের নিয়েই খেলবে ঢাকা ডায়নামাইটস, সে পরিকল্পনার কথাই জানিয়েছেন মোসাদ্দেক সৈকত- ‘আসলে পরীক্ষা-নিরীক্ষার দিন শেষ হয়ে গেছে। এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এখন যারা জিতবে তারা ফাইনালে যাবে, আর যারা হারবে তারা বাদ পরে যাবে। বিষয়টা এমনই অন্য কোনো দিকে তাকানোর কোনো বিকল্প নেই। এখন আমাদের লক্ষ্য খুলনার সঙ্গে জিততে হবে।’
তবে নেট রান রেটে পিছিয়ে থেকে, ডু অর ডাই ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে প্লে অফের ঠিকানা খুঁজে নেয়ায় আত্মবিশ্বাসী খুলনা টাইটান্স কোচ স্টুয়ার্ট ল’র ভরসা সমন্বিত টিম পারফরমেন্স- ‘টি-টোয়েন্টি মানে টিম ওয়ার্ক। সবাই মিলে খেলতে হয়, সবার অবদান প্রয়োজন হয়। আমার দল এই টিম ওয়ার্কের ওপর ভিত্তি করেই এই জায়গাতে এসেছে। আমি আশা করি এতদিন খেলার পর এই টিম ওয়ার্ক সামনের ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে। আমাদের ব্যাটসম্যানরা উত্থান পতনের মধ্য দিয়েই গিয়েছে। গত ম্যাচে অবশ্য তারা ভালো ব্যাটিং করেছে। সেটা আমার একটা পাস পয়েন্ট। আমি আশা করবো কালকের (মঙ্গলবার) ম্যাচে এটা অব্যাহত থাকবে। বোলাররা প্রত্যেক ম্যাচেই ভালো করেছে। আমি সব সময়ই তাদেরকে কৃতিত্ব দিয়েছি। কালকের (আজ) ম্যাচেও আশা করব বোলার এবং ব্যাটসম্যানরা অবদান রাখবে। এটা করতে পারলেই আমরা জেতার মতো অবস্থায় পৌঁছে যেতে পারব।’



 

Show all comments
  • Mohiuddin ৬ ডিসেম্বর, ২০১৬, ১:৪৬ এএম says : 0
    ঢাকা ডায়নামাইটস
    Total Reply(0) Reply
  • Zahir ৬ ডিসেম্বর, ২০১৬, ১:১৬ পিএম says : 0
    khulna o jitte pare
    Total Reply(0) Reply
  • নজির ৬ ডিসেম্বর, ২০১৬, ১:১৭ পিএম says : 0
    মাহমুদুল্লাহ কে ঠেকাতে পারলে ঢাকা জিতবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ