Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সীতাকুণ্ড থেকে বিক্ষোভ করতে ঢাকায় যাবার পথে ৬৩ জন আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর আলীনগরে পাহাড় কেটে অবৈধভাবে বসবাসকারী লোকজন ঢাকায় বিক্ষোভ করতে যাওয়ার পথে দুই বাসে থাকা ৬৩ জন যাত্রীকে আটক করেছ সীতাকুণ্ড থানা পুলিশ। সীতাকুণ্ড থানার ওসি ও উজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বিষয়ে ঢাকায় সরকারের উচ্চ পযায়ের বৈঠককে কেন্দ্র করে এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে ঢাকায় যাবার সময় তাদেরকে আটক করা হয়। শনিবার গভীর রাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরের আলীনগর পাহাড়ে ৩১০০ একর সরকারি পাহাড় অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে সরকারী একটি উচ্চ পযায়ের বৈঠক আগামীকাল (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে প্রশাসন সকলরকম প্রস্তুতি শেষ করেছে। ফলে জঙ্গল সলিমপুর আলীনগরবাসীর মাঝ আতংক ছড়িয়ে পড়ে। যার ফলে বিগত দিনের মতো ফের তারা সরকারের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ফন্দি আটে। সে হিসেবে তারা সরকারের বৈঠককে কেন্দ্র করে দলবদ্ধভাবে তারা ঢাকায় বিক্ষোভ প্রদর্শনে অংশনিতে এদিন রাতের গভীরে দুটি বাসেকরে রওনা হয় ঢাকার উদ্দেশ্য। বিযয়টি জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর ও আলীনগর থেকে দুটি বাসযোগে ৬৩ জন বিক্ষোভকারী ঢাকার উদ্দেশ্যে রওনা হলে গোপন সূত্রে জানতে পেরে সীতাকুণ্ড এলাকায় পুলিশ বাস দুটি ও ৬৩ জন যাত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে সীতাকুণ্ড থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন,জঙ্গল সলিমপুর আলীনগরে সম্প্রতি সরকারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়রা মহাসড়ক অবরোধ বিক্ষোভ ও প্রশাসনের উপর হামলা করেছে। এসব ঘটনায় থানায় অনেকগুলো মামলাও দায়ের করা হয়। আর এসকল মামলায় অনেকেই আসামি করা হয়েছে। তাই আটককৃতদের মধ্যে ঐসব মামলায় কারা আসামি আছে তা যাচাই করার পর আইনগত ব্যবস্থা করবো আমরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ