Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পনের দিনেও সন্ধান মিলছেনা কুমিল্লার ছয় কলেজ শিক্ষার্থীর

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৮ পিএম | আপডেট : ১:১৩ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২২

কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাসায় ফেরেনি কুমিল্লার ছয় কলেজ শিক্ষার্থী। এর মধ্যে এক ছাত্রের আত্মীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রও নিখোঁজ রয়েছে। প্রায় পনেরো দিন ধরে তাদের কোনো সন্ধান পাচ্ছেনা পরিবারের লোকজন।

এ ঘটনায় গত ২৩ আগস্ট নিখোঁজ হওয়া ছাত্রদের বিষয়ে পরদিন ২৪ আগস্ট কোতোয়ালি থানায় ছয়টি সাধারণ ডায়েরি করেন অভিভাবকরা।

নিখোঁজ হওয়া শিক্ষার্থীরা হলো- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ইমরান বিন রহমান (১৭), একই কলেজের এইচএসসি পরীক্ষার্থী সামি (১৮), কুমিল্লা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হাসিবুল ইসলাম (১৮), একই কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিহাল (১৭), ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ইমতিয়াজ আহমেদ রিফাত (১৯), একই কলেজের অনার্স তৃতীয় বর্ষের আমিনুল ইসলাম আলামিন (২৩) ও ঢাকা ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে অনার্সসহ কম্পিউটার সায়েন্স সম্পন্ন করা নিলয় (২৫)। তাদের মধ্যে নিহাল ও নিলয় সম্পর্কে খালাতো ভাই।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আফজাল হোসেন বলেন, আমরা কয়েকজন শিক্ষার্থী মিসিংয়ের জিডি হাতে পেয়েছি। ৫ সেপ্টেম্বর থেকে আমরা কাজ শুরু করেছি। তারা দলবদ্ধভাবে কোথাও গিয়েছে, নাকি অন্য কোনো বিষয় আছে তা তদন্তের পর বলতে পারব। নিখোঁজ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

র‌্যাব-১১ সিপিসি ২, কুমিল্লার কম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছি।

নিখোঁজ হওয়া অভিভাবকদের সাথে বুধবার সকালে কথা বলে জানা গেছে, তারা প্রত্যেকেই পরস্পরের পরিচিত। তাদের সবার বয়সই ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের মধ্যে ছয়জন কুমিল্লার বিভিন্ন কলেজে অধ্যয়নরত। পড়াশোনার বাইরে অন্য কোনো বিষয়ের প্রতি কখনো অভিভাবকরা সন্তানদের আগ্রহ দেখেননি। তাদের কোনো শত্রু নেই বলেও অভিভাবকরা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ