Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে অভিযানের পক্ষে বেশিরভাগ রাশিয়ানের সমর্থন রয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৪ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে রাশিয়ার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ জনগণ সমর্থন করে। মঙ্গলবার আরবিসি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।

বিশেষ সামরিক অভিযানে গত ছয় মাসে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে জনগণের অনুভূতি পরিবর্তিত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি চ্যানেলকে বলেন, ‘আমরা এখানে শুধুমাত্র একত্রীকরণের বিষয়ে কথা বলতে পারি, কারণ আমাদের দেশের জনসংখ্যার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অংশ আমাদের কমান্ডার-ইন-চীফ এবং প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সমর্থন করে।’

ক্রেমলিনের মুখপাত্র উল্লেখ করেছেন যে, রাশিয়ানরা ‘যারা তাদের হৃদয়ের আহ্বানে (ডোনেৎস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকস) এ বসবাস করে তাদের জন্য গভীরভাবে যত্নশীল এবং সাহায্য করতে চায়।’

‘এবং এই প্রক্রিয়াটি, আমার কাছে মনে হচ্ছে, কেবল গতি পাচ্ছে,’ তিনি যোগ করেছেন। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমর্থন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ