মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে রাশিয়ার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ জনগণ সমর্থন করে। মঙ্গলবার আরবিসি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।
বিশেষ সামরিক অভিযানে গত ছয় মাসে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে জনগণের অনুভূতি পরিবর্তিত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি চ্যানেলকে বলেন, ‘আমরা এখানে শুধুমাত্র একত্রীকরণের বিষয়ে কথা বলতে পারি, কারণ আমাদের দেশের জনসংখ্যার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অংশ আমাদের কমান্ডার-ইন-চীফ এবং প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সমর্থন করে।’
ক্রেমলিনের মুখপাত্র উল্লেখ করেছেন যে, রাশিয়ানরা ‘যারা তাদের হৃদয়ের আহ্বানে (ডোনেৎস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকস) এ বসবাস করে তাদের জন্য গভীরভাবে যত্নশীল এবং সাহায্য করতে চায়।’
‘এবং এই প্রক্রিয়াটি, আমার কাছে মনে হচ্ছে, কেবল গতি পাচ্ছে,’ তিনি যোগ করেছেন। সূত্র: তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।