পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার সকালে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় দলটির সদস্য সচিব নুরুল হক নুর বলেন, এখানে শ্রদ্ধা নিবেদন করেই তারা তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। একইসঙ্গে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের পক্ষে তাদের সমর্থন রয়েছেন বলেও জানান তিনি।
নুর বলেন, পরিবহন শ্রমিক ও মালিকপক্ষের ডাকা একটি কর্মসূচি চলছে। আমরা মনে করি এটি একটি যথার্থ কর্মসূচি। তিনি বলেন, হঠাৎ করে কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই দুই থেকে তিন টাকা নয়, ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে। এতে করে সব জায়গায় জীবনযাত্রায় একটি পরিবর্তন আসবে।
ডাকসুর সাবেক এ ভিপি বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সামাজিক মর্যাদা, ন্যায়বিচার, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সেটি আজকে ৫০ বছরেও বিনির্মাণ করা সম্ভব হয়নি। বরং রাজনীতিতে দুর্বৃত্তায়ন জনগণের অধিকার হরণ করছে। এসময় সংগঠনটির আহ্বায়ক রেজা কিবরিয়া ছাড়াও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।