Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যাকবলিতদের সমর্থন দেবে জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবে বন্যাকবলিত পাকিস্তানিদের এবং পাক সরকারকে সমর্থন দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে বিভিন্ন দাতা দেশ, আন্তর্জাতিক আর্থিক সংস্থা ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে, পাকিস্তান সরকারকে সমর্থন ও সহায়তা দেয়ার তাগিদ দিয়েছে জাতিসংঘের এ প্রস্তাব। যাতে সেদেশে বন্যার নেতিবাচক প্রভাব ঠেকানো যায় এবং দীর্ঘকালীন পুনরুদ্ধার ও পুনর্গঠনের চাহিদা মেটাতে সক্ষম হয় পাকিস্তান। প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক সমাজের উচিত জরুরি ত্রাণ দেওয়ার পর পাকিস্তানের ওপর অব্যাহত নজর রাখা, যাতে সেদেশের দুর্বল গোষ্ঠীদের চাহিদা মেটানো যায়। জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়ার মোকাবিলার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ এবং সদস্য দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রক্রিয়া ও দুর্যোগ হ্রাসের সহযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এ প্রস্তাবে। জিওটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যাকবলিতদের সমর্থন দেবে জাতিসংঘ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ