Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেশাসক্ত হয়ে আত্মহত্যা ৮০ শতাংশ, শীর্ষে মুম্বাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

২০১৫ সাল থেকে ভারতে নেশার কবলে পড়ে আত্মহত্যার তালিকায় শীর্ষে রয়েছে মুম্বাই। দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক। মহারাষ্ট্র এবং কর্নাটক ছাড়াও এই তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ, কেরল ও তামিলনাড়ু। তবে শঙ্কার বিষয় হচ্ছে- ২০২০ সালে শুধুমাত্র নেশায় আসক্ত হয়ে এই রাজ্যগুলোতে আত্মহত্যা করেছে প্রায় ৮০ শতাংশ। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’-র (এনসিআরবি) সা¤প্রতিক এক গবেষণা প্রতিবেদন এসব তথ্য জানানো হয়েছে। বেশ কয়েক বছরের সমীক্ষা একত্রিত করে ‘এনসিআরবি’ প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ভারতের বেশ কয়েকটি রাজ্য মদ্যপানে আসক্ত। নেশা থেকে নিজেকে মুক্ত করতে না পেরে, ২০২০ সালে প্রতি ২৪ ঘণ্টায় ২৯ জন মানুষ আত্মহত্যা করেছে। প্রতি বছর মদ খেয়ে এ দুর্ঘটনার শিকার হন অনেক মানুষ। এই সংখ্যাও খুব বেশি কম নয়। এনসিআরবির সা¤প্রতিক এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২১ সালে প্রতি ১০ লাখে দেশটিতে ১২০ জনের মৃত্যুর কারণ আত্মহত্যা। করোনাকালীন সময়ে বেকারত্ব, সম্পর্কের অবনতি, অবসাদ- এমন কয়েকটি কারণকে আত্মহত্যার জন্য দায়ী করা হয়েছিল। ২০২০ সালে ভারতে মোট আত্মহত্যার সংখ্যা প্রায় দেড় লাখের বেশি। এর মধ্যে মাদক, অ্যালকোহলের মতো সামগ্রীতে আসক্তের সংখ্যা ছিল প্রায় ৬ শতাংশ। শুধু ভারত নয়, সারাবিশ্বে মাত্রাতিরিক্ত মাদকাসক্তদের মধ্যে ২৭ শতাংশই অল্প বয়সী। কম বয়সে কাজের চাপ, ব্যক্তিগত জীবন নিয়ে জটিলতা, উচ্চাকাক্সক্ষা পূরণ না হওয়া, সব মিলিয়ে অবসাদ গ্রাস করছে তাদের। সেই অবসাদ থেকে বেরিয়ে আসতে মদককেই বেছে নিচ্ছেন তারা। এনসিআরবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুম্বাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ