Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুম্বাইয়ে লাভ জিহাদের বিরুদ্ধে বিক্ষোভের ঢল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১:০৬ পিএম

ভারতের মুম্বাই শহরের সড়কে 'লাভ জিহাদের' বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির ডানপন্থী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিশাল মিছিল করেছেন।

স্থানীয় সময় রবিবারের ওই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা ধর্মান্তরবিরোধী আইন প্রণয়ন ও ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছে।

ওই মিছিলে অংশ নেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের হাজারো নেতা-কর্মীরা।

মুম্বাইয়ের মধ্যাঞ্চলের শিবাজি পার্ক থেকে শুরু হয়ে হিন্দু জন আক্রোশ মোর্চা নামে মিছিলটি চার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। এরপর প্যারেল ময়দানে গিয়ে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনেক নেতা ও বিধায়ক অংশ নিয়েছেন। সূত্র: এনডিটিভি

 



 

Show all comments
  • GOLAM RABBI ৩০ জানুয়ারি, ২০২৩, ২:৪০ পিএম says : 0
    কথিত বাক স্বাধীনতাকামীরা কোথাই তারা কি দেখেনা একজন ছেলে অথবা মেয়ে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আজ তাদের নামে লাভ জিহাদের নামে আপত্তিকর বিক্ষোভ মিছিল করতেছে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুম্বাইয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ